Header Ads

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসন বাড়নো সিদ্ধান্ত নিয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তিতে ৮৫টি আসন বাড়নো হয়েছে। একইসঙ্গে প্রথমবারের মত ভুল উত্তরে নম্বর কাটার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদে ৩০টি, বিজনেজ স্টাডিজ অনুষদে পাঁচটি, বিজ্ঞান অনুষদে ৪০টি এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রথমবারের মত ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২০ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ভর্তি আবেদন করা যাবে। আগামী ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ছয়টি অনুষদের ২১টি বিভাগে ১৩শ ১৫টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস এবং প্রবেশপত্র উত্তোলনের তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বছর ভর্তি পরীক্ষা থেকে বাদ যাচ্ছে বিলুপ্ত ছিটমহল অধিবাসী এবং তৃতীয় লিঙ্গ বিশেষ কোটা। তবে ভর্তি আবেদন যোগ্যতাসহ রেজিট্রেশন ফি অপরিবর্তিত থাকছে।

No comments

Powered by Blogger.